নোয়াখালী বেগমগঞ্জে কবির হোসেন ( ৩৫) নামে একজনকে গু”লি ও জ-বা-ই করে হ-ত্যা।।

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী জেলার
বেগমগঞ্জ উপজেলায় জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বিএনপির এক কর্মীকে গুলি করে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা হয়।
নিহত কবির হোসেন (৩৫) সুজায়েতপুর গ্রামের প্রয়াত নুরনবীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, নিহত কবির হোসেন আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর নামে বেশ কয়েকটি মামলা থাকায় এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি এলাকায় ফেরেন।
কবির হোসেন আজ দুপুরে বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মুখোশধারী ৫/৬ জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’