পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক আয়োজনে এই পদযাত্রা।
সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট পর্যন্ত গিয়ে পুনরায় সার্কিট হাউস প্রাঙ্গণে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ দলের অসংখ্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী।
পদযাত্রাকে ঘিরে পুরো পটুয়াখালী শহর সেজেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। শহরের প্রধান প্রধান মোড়ে ছিল দলীয় স্লোগান ও ব্যানারযুক্ত তোরণ। পুরো আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালন করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।
জানা যায়, এর আগের রাতেই কেন্দ্রীয় নেতাকর্মীরা পটুয়াখালীতে এসে পৌঁছান। সমাবেশ শেষে তারা বরগুনার উদ্দেশে যাত্রা করবেন।
এই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির পক্ষে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। তাদের দাবি, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ একদিকে যেমন ইতিহাস স্মরণের প্রয়াস, তেমনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্ল্যাটফর্ম।