সারাদেশ

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন পুনরায় সভাপতি শুকুর ও সম্পাদক ফজলু

এম জালাল উদ্দীন:পাইকগাছা 

পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কপোতাক্ষ মার্কেট চত্তরে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬৫ জন ভোটারের মধ্য ৮৭৫ জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদান করেন।

১২ পদের বিপরিতে ১৯ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন। সভাপতি পদে জি এম শুকুরুজ্জামান (আনারস) প্রতিকে ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সোহেল রাশেদ জনি (মোরগ) প্রতিকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ) প্রতিকে ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মোশারফ হোসেন (দেওয়াল ঘড়ি) প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন তারা হলেন মোঃ শাহীন গাজী শাহীন (গরুর গাড়ি) ৬৫৪, মনিরুল ইসলাম মনি (কলম) ৫৭২, কেএম মোশারাফ হোসেন (বাইসাইকেল) ৫৬০, মোঃ নুরু গাজী (বটগাছ) প্রাপ্ত ভোট ৫৪৩, রাজীব কুমার মন্ডল (টিয়াপাখি) ৫২৫, মোঃ সেলিম শাহরিয়ার (ডাব) ৫১৬, মোঃ রাব্বুল ইসলাম দীপু (টেলিভিশন) ৪৬৯ ভোট, মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু (কাঁঠাল) ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং