সারাদেশ

ফেনীর মিজান ময়দানে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ঐতিহাসিক ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত হলো ৮ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন।ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় এক ভিন্নধর্মী আধ্যাত্মিক পরিবেশে।বিশ্বখ্যাত ক্বারিদের অংশগ্রহণে এই সম্মেলনে পবিত্র কোরআনের তিলাওয়াত উপস্থাপন করা হয়।কেরাতের মাধ্যমে আল্লাহর বাণী শোনার এই সুযোগ পেয়ে দর্শক-শ্রোতারা গভীর আবেগে আপ্লুত হন।অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নামকরা ক্বারিগণ উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন ধরণের কেরাত পরিবেশন করে উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করেন।আয়োজনটি ধর্মীয় জ্ঞান,ভ্রাতৃত্ব এবং আধ্যাত্মিক উন্নয়নের একটি অনন্য মঞ্চ হিসেবে প্রশংসিত হয়েছে।আন্তর্জাতিক এই কেরাত সম্মেলন ফেনী অঞ্চলে ইসলামিক চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং