ফেনীর সোনাগাজীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২০ শে ডিসেম্বর,শুক্রবার বিকালে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা.ফখরুদ্দিন মানিক।তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মো:আজহারুল ইসলাম এমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা সভাপতি ফারুক আহাম্মেদ ভঞা,জামায়াতে ইসলামী বাংলাদেশ ফেনী জেলা কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন,জামায়াতে ইসলামী বাংলাদেশ সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মো:মোস্তফা, সেক্রেটারি এএসএম বদরুদ্দোজা,পৌর শাখার আমির মাওলানা কালিম উল্যাহ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক এমএ মতিন প্রমুখ।সম্মেলনে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীগণ অংশ গ্রহন করেন।