সারাদেশ

ভোলা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর এনায়েত উল্ল্যাহ্ আর নেই

মোঃ ইয়াছিন আরাফাত শান্ত : ভোলা প্রতিনিধিঃ- ভোলা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, এবং ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন । তার মৃত্যুতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দীন  শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারী) বাদ জুমা ভোলা টাউন স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে কালিবাড়ী রোডস্থ নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
প্রফেসর এনায়েত উল্লাহ এর মৃত্যুতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ, ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইস্রাফিল দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তর শাখার সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং