খেলাধুলা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

ফারিয়াজ ফাহিম
জামালপুর 

জামালপুর জেলার সরকারি আশেক মাহমুদ কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ৫ম আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ(বুধবার) জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এই আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ বোর্ড আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির  আহ্বায়ক ও কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাবেক সম্পাদক শাকের আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়।অতঃপর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীডা পতাকা উত্তোলন করা হয়। তারপর মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।এ সময় জুলাই বিপ্লবে শহীদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের ক্রীড়া শপথ পাঠ করানো হয়।

এরপর প্রতিযোগীদের বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করা হয়।এ সময় প্রতিযোগীতায় অংশ নেওয়া বিভিন্ন কলেজের প্রতিযোগীদের পাশাপাশি তাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা