সারাদেশ

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে মালিকবিহীন অবস্থায়  ভারতীয় ফেন্সিডিল, শাড়ী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৭,১৫,০০০/-(সাত লক্ষ পনের হাজার) টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। অদ্য ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শিকারপুর, শাহজাদপুর বিওপির সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল এবং মাদকদ্রব্য আটক করে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল চেকপোস্টের সামনে যাত্রীবাহী বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১,২৫,৪০০/-(এক লক্ষ পঁচিশ হাজার চারশত) টাকা মূল্যের ভারতীয় শাড়ী, চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। শিকারপুর বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২৭/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলা নামক স্থান হতে গাড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। বেনাপোল বিওপির আভিযানিকদল বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামস্থ রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ১,৫৫,৩০০/-(এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত) টাকা মূল্যের ভারতীয়  শাড়ী, থ্রী পিস, চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। শাহজাদপুর বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৩৮/৬৫-টি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামস্থ মাঠ হতে ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিল আটক করে। বেনাপোল আইসিপি’র বিশেষ আভিযানিকদল মেইন পিলার ১৮/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ২,১৬,২৫০/-(দুই লক্ষ ষোল হাজার দুইশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় চাদর, পাতার বিড়ি, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক  করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল চেকপোস্টের সামনে বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১,৫৬,৪৫০/-(এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকার ভারতীয় ১৪৯ টি Sraedtler পেন্সিল আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস এ এবং মালিকবিহীন মাদকদ্রব্য জনসস্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং