রায়পুরে আনন্দ বেকারি এন্ড ফুড প্রোডাক্টসের শুভ উদ্বোধন

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর )প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে আধুনিক ও মানসম্মত খাবার সরবরাহের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো “আনন্দ বেকারি এন্ড ফুড প্রোডাক্টস”।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দোয়ার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক জিয়াউল্লা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক তাবারক হোসেন আজাদ, মাহবুব রনিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনন্দ বেকারির উদ্যোক্তারা জানান, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহই তাদের মূল লক্ষ্য। স্থানীয়দের জন্য এটি একটি নতুন সংযোজন হবে বলেও আশা প্রকাশ করেন অতিথিরা।
স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা মনে করছেন, এই উদ্যোগ বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবে।