সারাদেশ

শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার হাটহাজারীতে

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের সন্দীপ থানার আলোচিত ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ রফিক’কে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের
দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সন্দীপ থানার মামলা নং-০৭, তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১) মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রফিক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ছড়াবকুল এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রফিক (৪০), পিতা- মৃত সাহালাম, সাং-মগধরা, থানা- সন্দীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সন্দীপ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং