সারাদেশ

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী, চেল্লাখালী নদী, বুরুঙ্গা নদী ও নদীর পাড়ের ফসলি জমি ও মানুষের ঘর-বাড়ীসহ ভোগাই ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ, চেল্লাখালী ব্রিজ, শহর রক্ষা ও নয়াবিল রাস্তার বেড়িবাঁধ এবং নাকুগাঁও স্থলবন্দর বাঁচানোর স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের ইজারাদারের বিরুদ্ধে সকল শ্রেণির মানুষের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর)বেলা ১২টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কার্যালয়ের গেটে উপজেলার ভোগাই নদী, চেল্লাখালী নদী,বুরুঙ্গা নদী ও নদীর পাড়ের কৃষি ফসলি জমি ও নদীর পাড়ের মানুষের বসতি ঘর-বাড়ীসহ ভোগাই ব্রিজ,বুরুঙ্গা ব্রিজ, চেল্লাখালী ব্রিজ,শহর রক্ষা ও নয়াবিল রাস্তার বেড়িবাঁধ এবং নাকুগাও স্থলবন্দর বাঁচানোর স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের ইজারাদারের বিরুদ্ধে উপজেলার সকল শ্রেণীর মানুষের স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নিবার্হী অফিসার বরাবরপ্রদান সহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ৩২৭৭এর আওতাধীন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা শাখার শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সামাদ বলেন আমাদের নালিতাবাড়ী উপজেলার বিগতদিনে উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অভিযান পরিচালনার পরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন,সামাদ বলেন তাই অবৈধভাবে বালু উত্তোলন যাতে  করতে না পারে এর দাবিতে মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছি এবং কি আমাদের নালিতাবাড়ী উপজেলা বিএনপির নাম ভাঙিয়ে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারিবেন না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আপন সরকার তিনি বলেন আমাদের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন নদীতে ছাত্রদলের নাম ও উপজেলা বিএনপির নাম ভাঙিয়ে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবেন না। মানবন্ধনে অংশগ্ৰহণ করেন নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণীর ৫ শতাব্দীর উপরে সাধারণ নারী ও পুরুষ এবং উপজেলা পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং