সাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জর্জ কোর্টের জিপি অসীম কুমার মণ্ডল।
মামলার সূত্রে জানা যায়, বাদী শেখ আব্দুল অমিক দীর্ঘ ২৩ বছর দেশের বিভিন্ন কারাগারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ২৯ এপ্রিল তিনি অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে অবসর নেন। অবসরের পর তিনি মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা অধিদফতরের অনিয়ম নিয়ে মন্তব্য করলেও সবসময় সংস্থাটির সুনাম অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন।
বাদীর অভিযোগ, গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহার হোসেন স্মারক নম্বর ৫৮,০৪,০০০০,০২৮,০৫,০০১,২৫-২৭৯ এর মাধ্যমে তাকে দেশের সব কারাগারে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সংক্রান্ত চিঠি দেশের সব কারাগারে পাঠানো হয়। এর ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং সম্মান ক্ষুণ্ন হয়েছে।
শেখ আব্দুল অমিক আদালতে বলেন, অবসরপ্রাপ্ত একজন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা হিসেবে তাকে সব কারাগারে প্রবেশে নিষিদ্ধ করা অন্যায় ও বেআইনি। এ ঘটনায় তিনি গত ১৮ মে মহাপরিদর্শককে প্রতিবাদপত্র দেন এবং পরে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু বিবাদীপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম আক্তারুল কবির বলেন, আমার মক্কেল একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তাকে বেআইনিভাবে অবাঞ্ছিত ঘোষণা করে অপমানিত করা হয়েছে। এজন্য মানহানির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৪ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীকে নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ১০ সেপ্টেম্বর ফি জমা দেওয়ার পর আদালত বিবাদীপক্ষকে সমন ইস্যুর আদেশ দেন। মামলার পরবর্তী দিন আগামী ৭ অক্টোবর ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলী (জিপি) অসীম কুমার মণ্ডল বলেন, বর্তমানে মামলাটি সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিচারাধীন রয়েছে। মহাপরিদর্শকের পক্ষ থেকে কেন এ ধরনের আদেশ দেওয়া হয়েছিল তার যৌক্তিকতা তিনি আদালতে উপস্থাপন করবেন।
এসব বিষয়ে জানতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের সরকারি ফোন নাম্বারে কল দিলে তার পিএ ফোর রিসিভ করে জানান স্যার বাইরে আছেন। আমি স্যারকে আপনার কথা জানাব।