সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫২টি ভারতীয় অবৈধ মোবাইল জব্দ

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি ভারতীয় মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ২৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
শনিবার (১৬ আগস্ট) দিনভর সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোনো চোরাচালানিকে গ্রেফতার করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, ঘোনা, সুলতানপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, কালিয়ানী এবং হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কলারোয়া থানাধীন গোবরপোতা এলাকায় ১০ বোতল ভারতীয় মদ এবং কলারোয়ার ফকিরের মোড় এলাকায় ৫২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
ভারতীয় অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার ওষুধ। আটক এসব ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ২৫ লাখ ৫১ হাজার টাকা।
সূত্র আরও জানায়, চোরাকারবারীরা বর্ণিত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এই ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি) বলেন, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরের স্টোরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্পের বিকাশ এবং তরুণ/যুব সম্প্রদায়কে মাদকের প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,