স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে, বউভাত থেকে বর গ্রেপ্তার

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপায় দ্বিতীয়বার বিয়ের আয়োজন করতে গিয়ে আইনি জটিলতায় পড়েছেন এক যুবক। স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করায় বরকে বউভাত অনুষ্ঠান থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) গলাচিপা পৌরসভার কালীবাড়ি সড়কে বিয়ের পর বউভাতের আয়োজন করেছিলেন বর বিধান কর্মকার (২৪)। তবে অনুষ্ঠান চলাকালে গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি স্থানীয় প্রয়াত স্বর্ণ ব্যবসায়ী বিমল কর্মকারের ছেলে।
বিধান কর্মকারের প্রথম স্ত্রী তমা রানি কর্মকার জানান, ২০১৯ সালে তাদের বিয়ে হয় এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, “আমার স্বামীর সঙ্গে শিবু দাসের মেয়ে বর্ষা রানীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে পরিণত হয়। আমি বিষয়টি জানতে পেরে যৌতুক নিরোধ আইনে মামলা করি। মামলার প্রেক্ষিতে পুলিশ বউভাত থেকেই তাকে গ্রেপ্তার করে।”
তিনি আরও জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে তার শাশুড়ি ও মামাশ্বশুর বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, যার ফলে তিনি ও তার সন্তান বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, “বিধান কর্মকারের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”