সারাদেশ

স্ত্রীর মামলায় জেলা ছাত্রদল নেতা পরিচয়দানকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

স্টাফ রিপোর্টারঃ স্ত্রীকে নির্যাতনের মামলায় কুমিল্লা জেলা ছাত্রদল নেতা পরিচয়দানকারী জাকির হোসেন ওরফে তুতলা জাকিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে কুমিল্লার আদালত।

জাকির হোসেন কুমিল্লা মুরাদনগর উপজেলার গান্দ্রা ভাবনাপার গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

জীবনে স্কুলে না যাওয়া জেলা ছাত্রদল নেতা পরিচয়দানকারী জাকির হোসেনের স্ত্রী রুবী আক্তার জানিয়েছেন,বিয়ের পর থেকেই তার স্বামী জাকির হোসেন এলাকায়, জুয়া, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি,নারী-পুরুষ নির্যাতন এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত। এলাকায় তার এমন অপরাধে বাধা প্রদান করলেই সে আমাকে অমানুষিক নির্যাতন করে।

দুই সন্তানের জননী রুবী আক্তার আরো বলেন জাকির জীবনে কখনো ব্যবসা অথবা চাকরি করে নাই সে অবৈধভাবে টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে বিভিন্ন হোটেলে অবৈধ নারীদের সাথে মেলামেশা করে। আর এই কাজে বাধা প্রদান করলেই লোহার রড দিয়ে পিটিয়ে তাকে যখম করে।তার অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে চার মাস পালিয়ে থেকে রুবি আক্তার কুমিল্লা আদালতে নারী নির্যাতনের মামলা করলে মাননীয় আদালত জাকির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,