শিক্ষাঙ্গন

ইবিতে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সাকিব, ফাহিম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি :

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৩০ জুলাই) সংগঠনটির উপদেষ্টামণ্ডলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন মো. তাওহীদ হাসান, নওশীন পর্ণিনী সুম্মা, শাকিব ইবনে হায়দার এবং শামীম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মুমতাহিনা রিনি, মো. আশিকুল ইসলাম, আব্দুল আজিজ, সাইদ আফ্রিদী ও ইকরামুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আজাদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাষ দাস, অর্থ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান তুহিন, সহ-অর্থ সম্পাদক হিসেবে বুরহান উদ্দিন,দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জুবায়ের, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. খায়রুজ্জামান, প্রচার সম্পাদক হিসেবে আবিদ হাসান ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. সাইফুল্লাহ আল যুবায়ের, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ, সহ-সমাজ কল্যাণ হিসেবে মো. আতিকুর রহমান সাজু, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু শোয়াইব, সহ আইন বিষয়ক সম্পাদক ডি.এম আবু হানিফা, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আবু সুফিয়ান, সহ-শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মো. রাশেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

 

এছাড়া কমিটিতে আরও আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নয়ন পারভেজ, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. বোরহান উদ্দীন, নারী বিষয়ক সম্পাদক আফরিন খাতুন, সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে সোনিয়া খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইয়ামিন হুসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল করিম শুচি, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আসাদ হুসাইন ও তৃপ্তি লতা ঘোষ দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারদিন মোহাম্মদ, সাহেদ ইসলাম, কানিজ ফাতিমা অনন্যা, তানমিন জাহান তুর্জা, মো. সানোয়ার হোসেন এবং নিশাত তাসনিম।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফাহিম মাহমুদ বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনারা যে কঠিন দায়িত্ব আমাকে অর্পণ করেছেন আমি যেন তা সঠিক ও সুষ্ঠু ভাবে পালন করতে পারি। আমাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতায় প্রিয় যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”

 

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাকিব বাবু চাকলাদার বলেন, “ধন্যবাদ জানাই যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যকে আমাকে এই মহান দায়িত্বে নির্বাচিত করার জন্য। আমি ছাত্রদের কল্যাণে স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রদের অধিকার রক্ষা এবং শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখবো ইন শা আল্লাহ । এক্ষেত্রে সমিতির সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি। আমরা একসাথে এগিয়ে যাবো, যশোরের গৌরব, সম্মানকে আরও সমুন্নত করবো।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর