ইবি সায়েন্স ক্লাবের সরকারি নিবন্ধন লাভ
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব’ এবার আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ক্লাবটি এ স্বীকৃতি অর্জন করে।
শনিবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির নিবন্ধন সনদ (নং: গ-৩০৫/২০২৫) হস্তান্তর করা হয়। সনদটি ক্লাবের প্রতিনিধি দলের হাতে তুলে দেন জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এনডিসি। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. মনিরুজ্জামান।
ইবি সায়েন্স ক্লাবের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিক আহমেদ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, বর্তমান সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা এবং সাধারণ সম্পাদক মো. জুনাইদুল মোস্তফা।
এ বিষয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা বলেন, “এই অর্জন কেবল একটি সনদ নয়, বরং এটি আমাদের স্বপ্ন, দায়বদ্ধতা এবং অগ্রযাত্রার নতুন সূচনা। আমাদের লক্ষ্য, জাতীয় পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চাকে তুলে ধরা এবং এখান থেকেই তৈরি হোক ভবিষ্যতের উদ্ভাবক ও গবেষকগণ।”
ক্লাবের সভাপতি ইজমাতুল লিভা বলেন, “আজকের দিনটি আমাদের ক্লাবের জন্য এক গর্বের ও স্মরণীয় মুহূর্ত। সরকারি নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও বিজ্ঞানচর্চার স্বীকৃতি মিলেছে। এটি ভবিষ্যতের পথচলাকে আরও সুসংগঠিত ও গবেষণাভিত্তিক করবে।”