উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মেসবাহুল হক মাসুম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতের প্রতিবাদে এবং অনতি বিলম্বে কমিটি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া শাখার শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলনে সমন্বয়ক রিফাত বিন জামানের নেতৃত্বে ৪ টি দাবি উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রাজপথের শান্তিপূর্ণ ও জনদুর্ভোগমুক্ত কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানানো হয়।
রিফাত বিন জামান বলেন, জুলাই আন্দোলনে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আন্দোলন পরবর্তী সংস্কার কার্যক্রমে ও অব্যাহত ছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও জেলা কমিটি ঘোষণা করতে বিলম্ব করা হয়। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩৩ তম জেলা হিসেবে সিরাজগঞ্জ জেলার কমিটি ঘোষণা করা হয়। ৪৮ ঘণ্টার মাথায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে তা স্থগিত করা হয়। আমরা এর কারণ হিসেবে তৃণমূলের সাথে যোগাযোগ ঘাটতিকে চিহ্নিত করি এবং এর সুস্পষ্ট ফলাফল হলো তৃণমূল পর্যায়ে হতাশা বিরাজ হওয়া, দায়সারা ভাবে কমিটি দেয়া।
সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য কমিটি, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোন কার্যক্রম থেকে বিরত থাকা, প্রয়োজনে বর্ধিত কমিটি পুনর্বহালের দাবি পেশ করা হয়।