সারাদেশ

এইউবিতে ‘অগ্নিঝরা ১৭ জুলাই’র ডকুমেন্টারি প্রদর্শনী ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠিত

এইউবিতে ‘অগ্নিঝরা ১৭ জুলাই’র ডকুমেন্টারি প্রদর্শনী ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠিত

‘অগ্নিঝরা ১৭ জুলাই’ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর উদ্যোগে একটি ডকুমেন্টারি প্রদর্শনী ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ইয়ামীনের পিতা মো. মহিউদ্দীন।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। আয়োজনে বক্তারা বলেন, জুলাই শুধু একটি তারিখ নয়, এটি এদেশের তরুণদের সাহসিকতা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং নৈতিক চেতনার প্রতীক। শহীদ ইয়ামীনসহ অন্য যাঁরা এই গণঅভ্যুত্থানে জীবন বিসর্জন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার বাস্তবচিত্র প্রত্যক্ষ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন স্মরণ অনুষ্ঠান নিয়মিত আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এইউবি রেজিস্ট্রারসহ সকল অনুষদেন ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর,পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম জুয়েল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,