সারাদেশ

এইউবিতে জুলাই শহীদ দিবস স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইউবিতে জুলাই শহীদ দিবস স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস—২০২৫ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) এইউবি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু সুফিয়ান, পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতির প্রাক্তন অধ্যাপক, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন অধ্যাপক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পরে জুলাইয়েকে নিয়ে একটি ডকুমেন্টারি দেখোনো হয়। স্মরণসভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ এর বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ এনামুল হক আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচায় ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, এবং বিশেষ অতিথি ছিলেন এইউবির ট্রেজারার, প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এইউবি রেজিস্ট্রারসহ সকল অনুষদেন ডীন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমাজ কর্ম বিভাগের প্রভাষক, জনাব জহিরুল ইসলাম জুয়েল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,