শিক্ষাঙ্গন

এইউবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণ সভা অনুষ্ঠিত

এইউবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণ সভা অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণ সভা’। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের তত্ত্বাবধানে শুক্রবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন স্কয়ারে সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানসহ কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম, রেজিস্ট্রার, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক—শিক্ষার্থীরা। অনুষ্ঠানের বক্তব্য পর্বে বক্তারা ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র—জনতার আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং সেই সময়কার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, তৎকালীন স্বৈরাচার সরকারের বর্বর হত্যাযজ্ঞ ও দমননীতির বিরুদ্ধে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিবাদ ছিল ইতিহাসে অনন্য। অনুষ্ঠানে উপচায অন্যান্য অতিথি শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবে এইউবির অংশগ্রহনের প্রামান্য দলিল ৩৬ জুলাই’ শিরোনামের বুকলেটের মোড়ক উন্মোচন করেন। এছাড়াও শিার্থীয় জুলাই বিল্পবের ৩৬ দিনের ঘটনা পবেই নাটিকার মাধ্যমে উপস্থাপন করেন। এইউবি শিক্ষার্থীদের—প্রস্তুতকৃত ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে তৈরী জুনাই স্মরনে নির্মিত ডকুমেন্টারী প্রদর্শনীত করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। যেখানে তুলে ধরা হয় আন্দোলনকালীন সময়ে সংঘটিত রাষ্ট্রীয় দমন—পীড়নের বাস্তবচিত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর