সারাদেশ

খরার সাথে পোকার আক্রমনে ঝরে যাচ্ছে সাতক্ষীরার বিক্ষত আম, দুশ্চিন্তায় চাষিরা

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::

অনাবৃষ্টি আর গ্রীষ্মের তাপদাহে সাতক্ষীরার বিক্ষত আম বাগানগুলোতে ঝরে পড়ছে বড় বড় গুটি। ফলে আশানুরূপ আম উৎপাদন নিয়ে চিন্তায় পড়েছেন বাগান মালিক ও চাষিরা। তার ওপর পোকার আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন সবাই।
জেলার সদর, তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলায় সবচেয়ে বেশি আমবাগান রয়েছে। প্রতিটি গাছে প্রচুর গুটি ধরলেও তীব্র গরমে ঝরে পড়ছে সেগুলো।
সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর, ন্যাংড়া, গোপালভোগ ও আম্রপালি আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। কৃষি বিভাগের পরামর্শে এবারও বিষমুক্ত আম রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন আমচাষিরা। জেলায় ১৩ হাজার ১০০ জন আমচাষির মধ্যে ৩৫১ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাষি রফতানিযোগ্য আম উৎপাদনে নিয়োজিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে রয়েছে ৫ হাজার ২৯৯টি আমবাগান। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন, যার মধ্যে ২০০ মেট্রিক টন আম রপ্তানি করা হবে।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনির হোসেন বলেন,চলতি মৌসুমে কুয়াশার প্রভাব না থাকায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা নেই। তবে পোকার আক্রমণ ও খরতাপ কিছুটা প্রভাব ফেলেছে। বাগান রক্ষায় নিয়মিত বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।
এ দিকে বাগান মালিকরা জানান, একদিকে পর্যাপ্ত মুকুল হয়নি, অন্যদিকে খরতাপে গুটি ঝরছে। তার ওপর এবার হিমসাগর আমের উৎপাদনও কম। ফলে লোকসানের শঙ্কায় আগেভাগেই আম বাজারজাতের দাবি তুলেছেন তারা।
তবে কৃষি বিভাগ আশাবাদী, প্রকৃতি অনুকূলে থাকলে এবারও সাতক্ষীরার সুস্বাদু আম দেশ-বিদেশে চাহিদা মেটাতে পারবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,