সারাদেশ

খুলনায় স্টাডি ট্যুরে ৪১ ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ এএসপি’দের আগমন

এম জালাল উদ্দীন:খুলনা

৪১ ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ স্টাডি ট্যুরে খুলনা জেলায় আগমন করেছেন। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই স্টাডি ট্যুর উপলক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে খুলনা জেলা ও জেলা পুলিশের ইতিহাস, সাংগঠনিক কাঠামো, ডিএসবি ও ডিবির কার্যক্রম, থানা-ফাঁড়ি ও ক্যাম্পের কার্যক্রম, পুলিশের ডিজিটাল সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি খুলনা জেলার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কেও ব্রিফ প্রদান করা হয়, যাতে শিক্ষানবিশ কর্মকর্তারা বাস্তবমুখী ধারণা অর্জন করতে পারেন।

পুলিশ সুপার তাঁর শুভেচ্ছা বক্তব্যে শিক্ষানবিশ এএসপি’দের এ সফরকে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগানোর আহ্বান জানান। তিনি ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের প্রস্তুত হতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) বিপিএ সারদা, রাজশাহী ইমতিয়াজ মাহবুব; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী; অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান; অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,