সারাদেশ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

 

ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার।

 

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা।

 

দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে, গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই আগ্রাসন দ্রুত বন্ধের দাবি জানান শিক্ষকেরা। তারা বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যাক্ষ, প্রক্টর, ডিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,