গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়েছেন

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কাসেম নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৬ নম্বর বেডে তার মৃত্যু হয়।
নিহত কাসেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। তিনি ওই এলাকার মৃত জামালের ছেলে।
উল্লেখ্য, গত সপ্তাহে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং কাসেম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।