গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নূর আলম রাসেল

গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নূর আলম রাসেল
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নূর আলম রাসেল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অনুমোদনে রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ তারিখে তাকে এ পদে নিযুক্ত করা হয়। এ নিয়োগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ছয় মাস মেয়াদে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। নূর আলম রাসেলের নেতৃত্বে গঠিত চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন– বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম (সদস্য সচিব) সাধারণ শিক্ষক প্রতিনিধি খাজা মঈন উদ্দিন অভিভাবক প্রতিনিধি খায়রুল ইসলাম রেনু। নূর আলম রাসেল করিমগঞ্জ উপজেলার গর্বিত সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় থেকে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নবনিযুক্ত সভাপতি নূর আলম রাসেল প্রতিক্রিয়ায় বলেন, “গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করছি।” তিনি আরো জানান, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং যুগোপযোগী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে। এদিকে নূর আলম রাসেলকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে।