Uncategorized

ছাতকে পুলিশের উপর হামলা, আহত ২, গ্রেফতার ৬

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে চোরাচালানের নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যকে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে হামলাকারীরা। এসময় ঘটনার সাথে জরিত অন্তত ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৫ আগষ্ট রাত ১১ টার দিকে নিয়মিত মামলার আসামী গ্রেফতার করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রোমেন মিয়া, সঙ্গীয় ফোর্সসহ ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের টেঙ্গারগাঁও গ্রামে অভিযান চালানো হয়।

এসময় গ্রামের আলতাফ আলীর পুত্র জয়নাল মিয়া আসামি ধরতে পুলিশকে বাধা প্রদান করে। এছাড়া মোবাইলে ভিডিও ধারণ করে ৪০-৫০ জন লোক নিয়ে পুলিশকে হেনস্তাসহ জিম্মি করে রাখে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান সহ পুলিশের আরেকটি দল। এতে পালিয়ে যাওয়ার জন্য পুলিশের উপর হামলা চালায় জয়নাল মিয়া, আক্তার মিয়া, মিলন মিয়া, সাইমন মিয়া ও তাদের পিতা মোঃ আলতাফ মিয়া সহ একই গ্রামের নুরুল হকের পুত্র মোস্তাকিন, লাল মিয়ার পুত্র মান্না সহ ৪০/৫০ জনের একটি দল।

হামলাকারীরা দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এএসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ কে। যে কারণে পালিয়ে যায় মামলার অন্যান্য আসামিরা।

হামলায় আহত এএসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ কে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে গুরুত্বর আহত কনস্টেবল মোস্তাক আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। ওপর আহত এএসআই সাহাব উদ্দিন কে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, নিয়মিত মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। এঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши