অর্থনীতি

জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ পালিত

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”
এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ পালিত হয়।

আজ সোমবার (১৮আগষ্ট) সকাল ১০টায় এ
উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করণ ও
একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদা মহতামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাজী মনোয়ারুল হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ফেরদৌসী আলম, জামায়াত নেতা মোজাফফর হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে  মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের