সারাদেশ

জুলাইয়ে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করলো নওগাঁ সাংবাদিক ইউনিয়ন 

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি :  জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন  স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে  জেলা সাংবাদিক ইউনিয়ন এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

 

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় স্মরণ সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক  ফরিদুল করিম, শফিক ছোটন, ছাত্র প্রতিনিধি  ফজলে রাব্বি, আরমান হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

 

অন্যানোর মধ্যে উপস্থিত জেলা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাসী আলী, খোরশেদ আলম রাজু, সাংবাদিক ইয়াসিন আহম্মেদ, রশিদুল আলম, রুবেল হোসেন, মাহবুব হাসান মারুফ, আব্দুল মান্নান, সজিব হোসেন,দেলোয়ার হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমকর্মীদের অনেক বড় ভূমিকা ছিল। আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। শোকাতুর এসব পরিবার ধুঁকছে নানা সংকটে। প্রিয়জন হারানো এসব পরিবারের পাশে সাধ্যমত যে যার পর্যায় থেকে দাঁড়ানো উচিত। এ যাবৎ যত সাংবাদিক পেশাগত কাজের কারনে হত্যার স্বীকার হয়েছে সকল হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানানো হয় স্মরণসভা থেকে।

 

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,