নওগাঁয় পাওনা টাকা না দিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর বদলগাছি তে পাওনা টাকা না দিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে অন্তর চন্দ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত অন্তর চন্দ্র জেলার নিয়ামতপুর উপজেলার গোড়াই গ্রামের মনমত বর্মনের ছেলে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী জেলার বদলগাছি উপজেলার সহাশা গ্রামের সনজিত বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বুম কয়েন নামক একটি অনলাইন প্লাটফর্মে মোটা অংকের লাভের স্বপ্ন দেখিয়ে টাকা ইনভেস্ট করতে বলেন অন্তর চন্দ্র। আমি তার প্রলোভনে প্ররোচিত হয়ে ৭ লক্ষ টাকা ইনভেস্ট করি। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমার যখন লাভের টাকা পাওয়ার কথা তখন আমি কোন টাকা না পেয়ে অন্তরকে আমার পুরো ৭ লক্ষ টাকা ফেরত দিতে বলি ।অন্তর আজ দিবো কাল দিবো বলে বিভিন্ন তালবাহানা করে সময় ক্ষেপণ করে এবং এক সময় তিনি আমাকে ফোনে টাকা দিতে চেয়ে আমার এলাকায় আসেন এবং আমাকে টাকা না দিয়ে তার মোটরসাইকেল দিতে চাইলে আমি নিতে না চাওয়ায় তিনি আমাকে স্ট্যাম্পে লিখে মোটরসাইকেল দিয়ে যান এবং কিছুদিন সময় নেন। তার কয়েকদিন পর আমি জানতে পারি সে আমাকে টাকা না দেওয়ার পাঁয়তারাই আমার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি আমার পাওনা টাকা ফেরত চাই এবং এর প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবিষয়ে উপজেলার গোরশাহী গ্রামের সঞ্জয় বর্মন বলেন, অন্তর বুম কয়েনে মোটা লাভ দিতে চেয়ে বিশ্বজিতের কাছ থেকে ৭০০০০০ লক্ষ টাকা নেই। কিন্তু কোন লাভ দেইনি বলে শুনেছি। তাই বিশ্বজিৎ টাকা ফেরৎ চায়।কয়েকদিন আগে হটাৎ করেই অন্তর আমার কাছে এসে বলে আমি বিশ্বজিতের টাকা আজকে ফেরত দিতে আসছি , আপনিও চলেন। আমি গিয়ে দেখি অন্তর টাকা ফেরত না দিয়ে তার মোটরসাইকেল জমা রেখে সময় চায় এবং সেমুলে একটা স্টাম্প করে দেন।আর এখন শুনছি উল্টা বিশ্বজিতের নামেই নাকি মামলা দিয়েছে। এটা আসলে এটি আসলে প্রতারণা ।