সারাদেশ

নরসিংদীতে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নরসিংদীতে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাজাহারুল ইসলাম ইমন

নরসিংদী জেলা প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান মিন্টু’র সভাপতিত্বে চেম্বার ভবন এর হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় মত বিনিময় সভা উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম  মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগানসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।

 

মত বিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল,  এসবের দাম কি কারণে বাড়ছে,  কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি,  মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং