নরসিংদীতে শিক্ষকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে শিক্ষকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাজাহারুল ইসলাম ইমন নরসিংদী প্রতিনিধি :
“ইহকালের ভোগ সামান্য এবং যে সংযমী তার জন্য পরকালই উত্তম” আল কোরানের এই বানীকে সামনে রেখে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির (নকশিস) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চ) নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি মশিউর রহমান মৃধার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী সিটি কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক, নকশিস, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, ঔনরসিংদী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মোঃ আকরাম হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ও কর্মচারী ঐক্যজোট, নরসিংদী জেলা শাখা সভাপতি বি জি রশিদ নওশের, নরসিংদী সরকারি মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ, প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী সরকারি কলেজ প্রফেসর সাবেক অধ্যক্ষ, গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ আলী প্রমূখ।ইফতার মাহফিলের প্রথমে, নরসিংদীর শিক্ষাকে কিভাবে আরো এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বক্তারা৷ আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।