সারাদেশ

পটুয়াখালীতে ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- দেশজুড়ে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ, নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে ধর্ষণবিরোধী মঞ্চের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। মশাল হাতে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোরালো প্রতিবাদ জানান।

 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকসহ সকল ধর্ষকের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। তারা বলেন, দেশে নারীরা আজ নিরাপত্তাহীন। প্রতিনিয়ত ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে এসব অপরাধ বন্ধ হবে না।

 

প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে অপরাধীরা আরও সাহস পাবে। তারা সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর করতে সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নিয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে আহ্বান জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং