সারাদেশ

পটুয়াখালী সরকারি কলেজে বিএনসিসি সেনা ও নৌ শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী সরকারি কলেজের বিএনসিসি সেনা ও নৌ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) কলেজের প্রফেসর লাউঞ্জে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও বিএনসিসি নৌ শাখার বিটিএফও প্রফেসর এম নুরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি সেনা শাখার পিইউও মোঃ শামীম হোসেন খান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি নৌ শাখার পিইউও মোঃ শাকির হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি নৌ শাখার পিইউও মোঃ জিএম জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও ক্যাডেটরা।

 

 

দীর্ঘদিন পর আয়োজিত এ মাহফিলে বিএনসিসি সেনা ও নৌ শাখার সাবেক ও বর্তমান সিইউও এবং ক্যাডেটরা অংশ নেন।

বিএনসিসি সেনা শাখার পিইউও মোঃ শামীম হোসেন খান বলেন, “অনেক দিন পর সাবেক ও বর্তমান ক্যাডেটরা একত্রিত হয়ে সুন্দর একটি দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়েছে। আমরা চাই, এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকুক।”

বিএনসিসি নৌ শাখার পিইউও মোঃ শাকির হোসেন বলেন, “দীর্ঘ ছয় বছর পর এমন আয়োজন ক্যাডেটদের মধ্যে প্রাণসঞ্চার করেছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং