সারাদেশ

পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

এম জালাল উদ্দীন:পাইকগাছা 

২০২৪-২৫ অর্থবছরে সরকারের রাজস্ব খাতের বরাদ্দ থেকে পাইকগাছা উপজেলার গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালনের সুবিধার্থে সরকার প্রতিবছর পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, বাবু রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হাসেম, মোঃ খোরশেদুজ্জামান,পীযুষ মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দিন, অফিস সহকারী সুরজিত পাল সহ উপজেলার ১০ ইউনিয়নের দফাদার ও চৌকিদার বৃন্দ।

এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন (১৮ প্রকারের) পোশাক ও সরঞ্জামাদি গ্রাম পুলিশদের হাতে তুলে দেন। এর মধ্যে ছিল– প্যান্ট, শার্ট, জুতা, বেল্ট, ক্যাপ, শীতবস্ত্র, ছাতা,বেতের লাঠি, রেইনকোটসহ বিভিন্ন উপকরণ।

সরঞ্জাম গ্রহণ শেষে গ্রাম পুলিশের সদস্যরা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব সরঞ্জাম পেয়ে তারা দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত হবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,