সারাদেশ

পাইকগাছা পৌর বিএনপির নেতৃবৃন্দের দুর্গাপূজা মন্দির পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভার ৬টি দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার(২৯ সেপ্টেম্বর) রাতে দুর্গাপূজা মণ্ডপসমূহে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এবং সার্বিক তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করেন তারা।

এ সময় পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজের নেতৃত্বে সফরসঙ্গী ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউদ্দীন নায়েব, সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজারুল ইসলাম সানা, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদুল, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তুষার সরদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আয়োজকদের খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,