পাটকেলঘাটায় ওএমএস কার্যক্রমের পণ্য বিক্রয় উদ্বোধন

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা টাওয়ার রোডে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।ডিলার আরফান ট্রেডিং এর মালিক শেখ নুরুল আমিন মন্টুর উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী দিনে প্রতিজন ক্রেতাকে সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিলার শেখ নুরুল আমিন মন্টু বলেন,সরকারের খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএস কর্মসূচি দেশের নিম্নআয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। একই সাথে এই কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ওএমএস কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫ কেজি চাল ৩০ টাকা কেজি দরে এবং ২৪ টাকা কেজি দরে আটা দেওয়া হবে।এই উদ্যোগ নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
পন্য বিতরণ কার্যক্রম পরিচালনার সময় ডিলার শেখ আল আমিন হোসেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্ত ,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এই কর্মসূচিকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানান।
দেশে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে ওএমএস কার্যক্রম সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ । স্থানীয়দের অভিমত, কার্যক্রমটি আরও বিস্তৃতভাবে পরিচালনা করলে উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো সম্ভব।সুষ্ঠ বণ্টন, স্বচ্ছতা এবং কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে ওএমএস কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান সচেতন নাগরিকরা।