পাথরঘাটায় দুইশত পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
পরিবেশ সুরক্ষা এবং দরিদ্রতা ঘুচাতে বরগুনার পাথরঘাটা উপকূলীয় এলাকার হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।
সিটি ব্যাংকের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র বাস্তবায়নে বুধবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চরদুয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ছগির আলম, চরদুয়ানী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন, সিটি ব্যাংকের আমতলী শাখা ব্যবস্থাপক ইমরান হোসেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, উপজেলা ভুমি কমিটির সভাপতি শামিম আহমেদ, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সিএনআরএস’র উপজেলা প্রকল্প সমন্বয়কারী সুবোধ কুমার প্রমুখ।
বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করে তেমনি জীবিকার জন্যও ভুমিকা রাখে। আর ফলজ গাছ তো সব সময়ই ফলন দেয়। এ জন্য ফলজ গাছ রোপন সহ যত্ন করা দরকার। তাতে জীবিকা নির্বাহ হবে।