পাবনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার পাবনা
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) সারাদেশের মতো পাবনায়ও উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
এদিন সকালে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম বলেন, প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতা ও আইন মানার কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী এম. আজিজ, ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন কোয়েল ও পাবনা জেলা রিকশা–ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর।
সভা শেষে বিআরটিএ’র পক্ষ থেকে তিনজন চালকের হাতে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও সচেতনতা বিষয়ক তিন মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
বক্তারা জানান, বর্তমানে পাবনায় বিআরটিএ’র নিজস্ব কার্যালয় না থাকায় জেলা প্রশাসন কার্যালয়েই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে গাড়ি ইন্সপেকশন ও লাইসেন্স নবায়নে কিছু জটিলতা তৈরি হয়।
সভায় আরও উল্লেখ করা হয়, সরকার প্রতি বছর সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের পরিবারকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। বিআরটিএ’র ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে জমা দিলে ক্ষতিপূরণ পাওয়া যায়।
চলতি বছরে পাবনা জেলায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মধ্যে ৬৮ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
পাবনা বিআরটিএ এর ইন্সপেক্টর এস এম ফরিদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়োলো ল্যাম্প পাবনার সভাপতি শহিদুল্লাহ খান উজ্জ্বল, জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য মারুফ আহমেদ, এসএম রিসন রাজিব, আফরোজ আলম মুন্না, মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, জেলা ট্রাক–ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, রোভার স্কাউটের ৮ সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।