সারাদেশ

পুসাব আয়োজিত “ইফতার ও দোয়া মাহফিল ২০২৫” অনুষ্ঠিত

পুসাব আয়োজিত “ইফতার ও দোয়া মাহফিল ২০২৫” অনুষ্ঠিত

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ (পুসাব) এর আয়োজনে “ইফতার ও দোয়া মাহফিল ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের নওয়াব কনভেনশনে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডিপার্টমেন্ট ডিন, ফ্যাকাল্টি সদস্য এবং ১৬০০ শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

 

বিশেষভাবে, এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যাদের অনেকেই ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুসাবের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় রাজনৈতিক পরামর্শক পরিষদের (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ, স্থায়ী কমিটির সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ, পুসাবের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া এবং স্থায়ী কমিটির সদস্য সাকিব চৌধুরী।

 

 

পুসাবের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অবদান অস্বীকার করার সুযোগ নেই। ২০১৫ সালে পুসাব আন্দোলনের মাধ্যমে যাত্রা শুরু করে এবং প্রথম সফল আন্দোলন ছিল ভ্যাট বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং তাদের মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।”

 

 

শিক্ষার্থী অর্ণব বলেন, “জুলাই আন্দোলনে পুসাবের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী পুসাবের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। সেই আন্দোলনে অনেক ভাই নিহত হয়েছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন তারা নিহতদের পরিবারকে যথাযথ মর্যাদা দেয় এবং সহায়তা করে।”

অনুষ্ঠানে আরও শিক্ষার্থীরা বলেন, “জুলাই আন্দোলন থেকে সকল রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত, যেন তারা কখনো স্বৈরাচারী হয়ে না ওঠে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে। দেশের যখনই সংকট দেখা দেবে, তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাস্তায় নামতে প্রস্তুত থাকবে।”

ইফতারের সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে নিহত ও আহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা, দেশের উন্নতি ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং