Uncategorized

ফরিদগঞ্জে তিন সন্তানের জননীর আত্মহত্যা।

মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

ফরিদগঞ্জে পারিবারিক বিষয় নিয়ে তিন সন্তানের জননী সাহিদা বেগম। বিষ পান করে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষিপুর এলাকার তপদার বাড়ির সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী সাহিদা বেগম ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। ওই বাড়ির আশেপাশে ঘরের লোকজন ও পরিবারের লোকজন। বিষের দুর্গন্ধ পেয়ে ঘরে গিয়ে দেখে সাহিদা বেগম ঘরে পড়ে রয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই বাড়ির লোকজন ও পরিবারের লোকজন নিকটস্থ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কীটনাশক খেয়ে আত্মহত্যা বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদগঞ্জ থানা পুলিশকে অবগত করে। এরপর থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃত দেহ মর্গে প্রেরণ করেন।

সাহিদা ভাই ফয়েজ জানান, আমার বোনের জামাই সৌদি আরব জেলখানায় রয়েছে। আমার ভাগিনার সাথে ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ছিল। আমার বোন অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।

সাহিদা বেগমের তিন সন্তানের মধ্যে ২ ছেলে এক মেয়ে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাহিদা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши