ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট।

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
রবিবার ছাগলনাইয়ার জমদ্দার বাজারে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মৎস্য প্রজাতি এবং জলজ জীব বৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।এটি একটি নিষিদ্ধ জাল,যা দেশীয় মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর।এই জালের ফাঁদে মাছ ছাড়াও পোনা,ব্যাঙ,শামুক,কচ্ছপ,সাপসহ অন্যান্য জলজ প্রাণী ধরা পড়ে,যা প্রাকৃতিক প্রজনন চক্রকে ব্যাহত করে এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি কমিয়ে দেয়।আটক কৃত জালগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়।এই সময় বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় অর্থদণ্ড প্রদান করা হয়। দুই মামলায় ২ জনকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২