সারাদেশ

বাউফলে স্প্রে দিয়ে অজ্ঞান করে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ; পুলিশ হেফাজতে-২

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর বাউফলে এক ছাত্রীকে স্প্রে দিয়ে অজ্ঞান করে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে বাউফল থানা পুলিশ। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর মা জানান, দুর্বৃত্তরা জানালা দিয়ে স্প্রে করে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে এবং অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির কাছে একটি বিলে ধর্ষণ করে। মেয়েটির হাত-পা বেঁধে, মুখে গামছা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। মেয়েটি তাদের হাত-পা ধরে প্রাণভিক্ষা চাইলেও তারা তা উপেক্ষা করে।

 

এ ঘটনায় বেল্লাল হোসেন (২৫) ও ফয়সাল আহমেদ (২২) নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়। ভুক্তভোগীর দাদি, জাকিয়া বেগম (৬০) বলেন, “আমার নাতির ধর্ষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত তাদের গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক বিচার করে।”

 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানিয়েছেন, ভুক্তভোগী রাত তিনটার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

 

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, “মৌখিক অভিযোগের ভিত্তিতে দুজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য  থানায় আনা হয়েছে। ভিকটিম বর্তমানে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,