যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি
 
																																		মোঃ সোহেল রানা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদল নেতৃত্বে এই বর্ণাঢ্য র্যালিটি টিএনটি সংলগ্ন আল মদিনা হসপিটালের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খাঁন, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টো, এম. এম. টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন্দ সুজন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, এত মানুষের উপস্থিতি প্রমান করে আমরা ঐক্যবদ্ধ আছি। এত মানুষের সনাগম হবে তা কল্পনাও করতে পারি নাই। আপনারা শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করেছেন। আপনাদের ধন্যবাদ জানাই।
 
         
                        