রমজানে পর্যটকশূন্য কুয়াকাটা

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- রমজান মাস শুরু হতেই পর্যটকদের আনাগোনা কমে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। যেখানে সারা বছর থাকে পর্যটকদের কোলাহল, সেখানে এখন নেমেছে সুনসান নীরবতা।
রবিবার (১০ মার্চ) কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে, বেঞ্চগুলো ফাঁকা, স্পিডবোটগুলো অলস পড়ে আছে, বিচের দোকানগুলোও ক্রেতাশূন্য। হাতে গোনা কিছু দর্শনার্থী ছাড়া পুরো সৈকত এলাকায় সাড়াশব্দ নেই।
হোটেল-মোটেল ব্যবসায়ীরা বলছেন, রুম বুকিং আশঙ্কাজনক হারে কমে গেছে। বিশেষ করে, ছোট ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ঝিনুক, শুঁটকি, আচার, ছাতা ও বেঞ্চ বিক্রেতারা বলছেন, পর্যটক না থাকায় বেচাকেনা নেই, কেউ কেউ দোকানই বন্ধ রেখেছেন।

আচার বিক্রেতা আরাফাত হোসেন বলেন, “পর্যটক নেই বললেই চলে। দিনে দু-একটা বিক্রি হয়, তবে ইফতারের আগেই দোকান গুটিয়ে নিতে হয়।”
সৈকতে ছবি তুলে জীবিকা নির্বাহ করেন এমন অনেকে এখন আয়-রোজগারহীন হয়ে পড়েছেন। ফটোগ্রাফার রহিম বলেন, “মার্চ মাসে সাধারণত প্রচুর পর্যটক থাকত, এবার পুরো চিত্র বদলে গেছে। ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু কেউ নেই।”
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, “রমজানের প্রথম দিকে পর্যটক কম থাকলেও শেষের দিকে কিছু বুকিং পাওয়া যায়। তবে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামতে পারে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, “পর্যটকদের নিরাপত্তায় আমাদের টহল অব্যাহত রয়েছে।”
ব্যবসায়ীরা আশায় আছেন, রমজানের শেষ ভাগে এবং ঈদের ছুটিতে কুয়াকাটা আবারও সরগরম হয়ে উঠবে। তবে এখন পর্যন্ত সৈকতের পরিবেশ অনেকটাই শুনসান।