রায়পুর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষকবৃন্দের মিলনমেলা ও ভোজ অনুষ্ঠিত

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর):
রায়পুর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা ও ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক যোগাযোগ এবং পেশাগত বন্ধন আরও দৃঢ় করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরামের সভাপতি মো. আবু সায়েম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈনউদ্দিন, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, সভাপতিত্ব করেন হায়দার গঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শাহাদাত হোসেন শিমুল ও সোমা ভৌমিক। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মানছুরুল হক পিয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং শিক্ষাক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখে।”
আলোচনা সভা শেষে ছিল এক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারী শিক্ষকরা একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।