শেরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল, ৪টি ড্রেজার মেশিন ও ৪ টি পাম্প জব্দ করা হয়। একই সময় ধ্বংস করা হয় ১ টি নৌকা, ৩ টি মাচা ও অসংখ্য পাইপ। এসময় পুলিশ, আনসার উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, উপজেলার যোগানীয়া ইউনিয়নের গোবিন্দ নগর স্থানে ভোগাই নদীর তীর বিনষ্ট ও অবৈধ বালু উত্তোলনের জন্য বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্সে আছে। এজন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় জেলার সবস্থানেই অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।