রাজনীতি সারাদেশ

সংবাদ প্রকাশের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

প্রতিনিধি
জামালপুর

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মেধাসিঁড়ি মডেল স্কুল কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মকবুল হোসেন (ভুট্টো)।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর ) বিকেল ৪টায় গোপীনাথপুরে নিজ ব্যবসারিক কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় লিখিত বক্তব্যে মকবুল হোসেন (ভুট্টো) বলেন, “গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে মেধাসিঁড়ি মডেল স্কুল কর্তৃক আয়োজিত মানববন্ধনে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিগত বিদ্বেষ থেকে আমার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি সবসময় সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছি। অথচ আমার সম্মানহানি ঘটাতে স্কুল কর্তৃপক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

মকবুল হোসেন দাবি করেন, তিনি কখনোই বিদ্যালয়ের কাজে বাধা দেননি বা অন্য কোনো অবৈধ কাজে জড়িত নন। বরং স্থানীয় উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ১৪- নং দিকপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তাছাড়া তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান— যে কোনো সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করার জন্য।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,