সারাদেশ

সিরাজগঞ্জে আয়না ঘরে নির্যাতন, মামলায় গ্রেফতার পল্লি চিকিৎসক

সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়না ঘরে আটক রেখে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আয়না ঘর থেকে মুক্তি পাওয়া বৃদ্ধ আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আয়না ঘর থেকে মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখ।

ভুক্তভোগীরা জানান, পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়িতে একটি ঘরে শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বারকে দীর্ঘ ছয় মাস আটক করে রাখে গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার রাতে কেচি দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে বের হয় তারা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়না ঘরের সন্ধান পায়। এ সময় চক্রের সদস্য নাজমুল ইসলাম আরফাতকে  আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় করে ঘটনাস্থলে। ঘটনার সঙ্গে জড়িত সুমন ও আরাফাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

ভুক্তভোগীরা আরও জানায়, তারা ছয় মাস একটি অন্ধকার, দমবন্ধ পরিবেশে বন্দী ছিলেন। কোনো আলো-বাতাস প্রবেশ করতে পারত না। অবশেষে আরাফাতের ফেলে যাওয়া কেচিই তাদের মুক্তির উপায় হয়। কেচি দিয়ে মাটি খুড়ে তারা বেরিয়ে আসেন। আরাফাতের সঙ্গে তাদের পুরোনো শত্রুতা ছিল। সেই কারণেই শিল্পীকে অপহরণ করে বন্দী করে রাখা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,