Uncategorized সারাদেশ

হাজীগঞ্জে এনজিও কর্মী অপহরণ: মুক্তিপণ আদায়

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে অপহরণ করে মতলবে নিয়ে গিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান (২৬) একজন শিক্ষানবিশ সংবাদ কর্মী ও এনজিও কর্মী।

অপহরণের ঘটনা

গত বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি নাম্বারবিহীন সিএনজি যোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মতলবের পানির ট্যাংক এলাকায় নিয়ে যায় চক্রটি।

সেখানে একটি নারীর সঙ্গে জোরপূর্বক ছবি তুলে ব্ল্যাকমেইল করা হয়।

ভয়ঙ্কর নাটক

ভুক্তভোগীর গলায় অস্ত্র ঠেকিয়ে তার পরিবারকে ফোনে বলা হয়, তিনি নাকি নারী ও ইয়াবাসহ ধরা পড়েছেন। এক লাখ টাকা না দিলে তাকে হত্যা করা হবে।

ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে পুলিশের দেওয়া হবে, না হলে ঐ নারীর সাথে ১০ লাখ টাকার কাবিনে জোর করে বিয়ে দেওয়া হবে।

মুক্তিপণ আদায়

প্রথমে সাথে থাকা নগদ ৭হাজার টাকা এবং বিকাশে থাকা ৪হাজার ১শত টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছ থেকে আরও প্রায় ১৫ হাজার টাকা নিতে বাধ্য করে অপহরণকারীরা। স্থানীয় একটি বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করে নেয় চক্রটি।

ভুক্তভোগীর দাবি মোঃ হাবিবুর রহমান বলেন ” আমাকে গলায় অস্ত্র ধরে মিথ্যা বলতে বাধ্য করেছে। পরিবারকে ভয় দেখানো হয় টাকা না দিলে ইয়াবার মামলায় ধরিয়ে দেবে অথবা জোর করে বিয়ে দেবে। বাধ্য হয়ে আমার পরিবার টাকা দিয়েছে।”

ঘটনার পর থানায় জিডি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মতলব এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,